বরাবর,
চেয়ারম্যান
৪নং পরানগঞ্জ ইউনিয়ন পরিষদ
গ্রাম্য আদালত
সদর, ময়মনসিংহ।
বাদী: বিবাদী:
আঃ ছালাম আঃ কদ্দুজ
পিতা-মৃত হরমুজ আলী পিতা-মৃত হরমুজ আলী
সাং- বাঘাডোবা সাং- বাঘাডোবা
সদর, ময়মনসিংহ। সদর, ময়মনসিংহ।
বিষয়: জমি সংক্রান্ত ব্যাপারে অভিযোগ দাখিল প্রসঙ্গে।
জনাব,
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি উপরোক্ত বিবাদী আপনার পরিষদে বাদীর বিরুদ্ধে জমি সংক্রান্ত ব্যাপারে অভিযোগ দাখিল করিয়াছি।
অতএব, বিনীত প্রার্থনা এই যে, সরেজমিনে তদন্ত সাপেক্ষ সুবিচার করিয়া বাধিত করিতে আজ্ঞা হয়।
নিবেদক
আঃ ছালাম
তারিখ: ১৪/০৩/২০১৪ইং।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS